
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“পার করেছি আঠেরো- পেরিয়ে যাবো পাহাড়ও”-এই স্লোগানকে সামনে রেখে- সিরাজগঞ্জ কাজিপুরে স্বপ্নসারথিদের নিয়ে Graduation Ceremony স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাজিপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে,
মঙ্গলবার (১৩অক্টোবর ২০২৫) সকাল ১১ টার দিকে- কাজীপুর সেলপ অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।
এ সময়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর রহমান, অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, ফারজানা রেজা রুমি, সিও আতিয়া খাতুন উক্ত অনুষ্ঠানে কাজীপুর উপজেলার ১০টি গ্রুপ থেকে ১৮ বছর পূর্ণকরা ১৬ জন স্বপ্নসারথি ক্রেস্ট ও সাটিফিকেট বিতরণ করা হয়।